বিশেষ প্রতিনিধি | ১২ ফেব্রুয়ারি ২০১৪, বুধবার,
৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পুনর্মূল্যায়িত ফলে বাদ পড়া ২৮০ জন আদিবাসীকে অন্তর্ভুক্ত করে পুনরায় ফল প্রকাশের জন্য সরকারি কর্মকমিশন (পিএসসি)কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার এবং বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট এ নিয়ে জারি করা রুল নিষ্পত্তি করে গতকাল এ আদেশ দেয়। এ আদেশের ফলে ২৮০ জনকে অন্তর্ভুক্ত করে পরবর্তী পদক্ষেপ নিতে আর কোন বাধা নেই বলে জানিয়েছেন রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রথম ফলাফল গত বছরের ৮ই জুলাই প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৩৩ জন পরীক্ষার্থী। ১৪ই জুলাই প্রকাশিত পুনর্মূল্যায়িত ফলাফলে উত্তীর্ণ হন ৪৬ হাজার ২৫০ জন। এতে প্রথম ফলাফলে উত্তীর্ণ ২৮০ জন আদিবাসী বাদ পড়েন। প্রথম ফলাফলে উত্তীর্ণ কিন্তু দ্বিতীয় ফলাফলে বাদ পড়া পরীক্ষার্থী বিনয় টপ্পুসহ ৫৮ জন পরীক্ষার্থী এ নিয়ে হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানির পর গত ৩১শে জুলাই আদালত রুল জারি করে। রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল রায় ঘোষণা করা হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী বি এম ইলিয়াস ও জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি এটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
No comments:
Post a Comment