Political crisis in Bangladesh

Wednesday, 12 February 2014

জাবি ছাত্রলীগ নেতার কক্ষে মধ্যরাতে ঢাবি ছাত্রী

জাবি ছাত্রলীগ নেতার কক্ষে মধ্যরাতে ঢাবি ছাত্রী

জাবি থেকে সংবাদদাতা | ১২ ফেব্রুয়ারি ২০১৪, বুধবার, ১:২১ |

undefined জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে এক ছাত্রলীগ নেতার রুম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার গভীর রাতে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৩য় বর্ষের ছাত্রীকে নিয়ে মীর মশাররফ হোসেন হলের ১১০ নং কক্ষে ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মহীতোষ রায় টিটো অবস্থান করছিলেন। এ সময় রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হলের আবাসিক শিক্ষক ও হল প্রাধ্যক্ষ ওই ছাত্রীকে উদ্ধার করেন। ওই ছাত্রী প্রথমে মিথ্যা পরিচয় দিলেও পরে তার ব্যাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র পাওয়া যায়। তখন রাতে ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি অফিসারের বাসায় রাখা হয় এবং সকালে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। তবে ওই মেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি করে, সে তার বান্ধবীদের সঙ্গে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে ঘুরতে আসে। পরে রাত হয়ে গেলে বান্ধবীদের সঙ্গে মেয়েদের হলে ঢুকতে চাইলে তাকে ঢুকতে দেয়নি হল প্রশাসন। এ সময় তার পরিচিত বন্ধু তাকে মীর মশাররফ হোসেন হলের ১১০ নং কক্ষে একাকী থাকতে দেয়। এ বিষয়ে হলের আবাসিক শিক্ষক মাহমুদুর রহমান  সাংবাদিকদের জানান, আমরা খবর পেয়ে রাত আড়াইটার দিকে তাকে উদ্ধার করি। পরে তাকে প্রক্টরের হাতে তুলে দিই। ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ঘটনা ঘটেছে সত্য। তবে ওই মেয়ে ক্যাম্পাসের ছাত্রী না হওয়ায় তাকে ছাত্রী হলে থাকতে দেয়নি প্রশাসন। এর কারণে ছাত্ররা তাকে হলে আশ্রয় দিয়েছিল। পরে আমরা গিয়ে তাকে আমাদের হেফাজতে রেখে সকালে তার বাড়িতে পাঠিয়ে দিই।

No comments:

Post a Comment